Tuesday, December 6, 2022

লাচিত দিবসের ৫ম দিনে স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিলচর : বীর লাচিত বরফুকনের ৪০০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচির ৫ম দিনে অর্থাৎ ২৩ নভেম্বর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল সমূহে বিতর্ক ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা LP ও UP স্কুল পর্যায় ছোট নাটক এবং দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা ও জেলা পর্যায়ে শিলচর গান্ধী ভবনে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে৷

Latest Updates

RELATED UPDATES