Barak Valley
লামাজুয়ারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪
বদরপুর : বদরপুর থানার লামাজুয়ার কালীবাড়ি সংলগ্ন ৩৭ নং জাতীয় সড়কে বৃহস্পতিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ যাত্রী৷ এদিন সন্ধ্যা ৭টায় ১টি টাটা পাঞ্চ ও ই-রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ সঙ্গে সঙ্গে ই-রিকশাটি পাল্টি খেয়ে যায়৷ এতে ই-রিকশার ড্রাইভার সহ ৪ জন গুরুতর আহত হন৷ তারা হলেন আব্দুল করিম (৪১), নির্মল দাস (৬০), কাজল বিশ্বাস (৩১) ও স্বপন দাস (৪৫)৷ আহতদের উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়৷ তবে অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাদের শিলচর মেডিক্যালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে৷