লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে ভক্তের ঢল করিমগঞ্জে
করিমগঞ্জ : ত্রিকালজ্ঞ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছিল করিমগঞ্জ৷ শনিবার করিমগঞ্জের বিভিন্ন মন্দিরে, ভক্তের বাড়িতে তাঁর তিরোধান উৎসব পালন করা হয়৷
শহরের সুভাষনগরস্থিত লোকানাথ ব্রহ্মচারীর আশ্রমে ৩ দিনব্যাপী কার্যসূচি হাতে নেওয়া হয়৷ শুক্রবার বিকেলে লোকনাথের প্রতিকৃতি নিয়ে শহর পরিক্রমা করেন ভক্তরা৷ মহিলারা কুশিয়ারা থেকে জল এনে অভিষেক করান৷ সন্ধ্যায় হয় অধিবাস৷ ভোরে প্রাতঃকৃত্য শেষে হয় আরতি৷ এরপর লোকনাথ বাবার পূজা শেষে জগৎমঙ্গল কামনায় যজ্ঞ অনুষ্ঠিত হয়৷ শুরু হয় ভোর থেকে হরিনাম সংকীর্তণ৷ গোটা দিন জুড়ে ভক্তরা প্রসাদ গ্রহণ করেন৷ মন্দিরে নামে ভক্তদের ঢল৷ সন্ধ্যায় বাউল গান সহ নানা ধরনের সঙ্গীত পরিবেশন করেন নবীন-প্রবীণ শিল্পীরা৷
সুভাষনগর মন্দির ছাড়াও টাউন কালীবাড়ি, মদনমোহন আখড়া দুর্গামন্ডপ, লঙ্গাই লোকনাথ মন্দিরে পূজা, আরাধনা, প্রসাদ বিতরণ সহ নানা কার্যসূচি পালন করা হয়৷ সুভাষনগর আশ্রমে হয়েছে ৩ দিনের ঠাসা অনুষ্ঠান৷