লোকসভা নির্বাচন : আজ প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ
জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংক্রান্ত দৈনন্দিন হিসাব চূড়ান্ত পরীক্ষার জন্য ৩০ জুন বেলা ১২টায় জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে ব্যয় পর্যবেক্ষকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে৷
করিমগঞ্জের অতিরিক্ত জেলা কমিশনার এবং লোকসভা নির্বাচনের ব্যয় ও পর্যবেক্ষণ সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক করিমগঞ্জ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আগামী ২৯ জুন, তাঁদের নির্বাচনী ব্যয়ের দৈনন্দিন হিসাব পার্ট এবিসি রেজিস্টার অনুসারে প্রস্তুত করে ক্রস চেকিঙের জন্য অ্যাকাউন্টিং টিমের কাছে জমা দেবার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি তিনি ভারতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে আগামী ৩০ জুনের সভায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাঁদের নির্বাচনী ব্যয়ের এজেন্ট এবং নির্বাচনে দৈনন্দিন ব্যয়ের পুরো হিসাব নিয়ে উপস্থিত থাকর অনুরোধ জানিয়েছেন৷