Barak Valley

রবীন্দ্রসদন কলেজে সংস্কৃত দিবস পালিত

করিমগঞ্জ : রবীন্দ্রসদন কলেজে সংস্কৃত বিভাগের আয়োজনে বৃহস্পতিবার সংস্কৃত দিবস পালন করা হয়৷ সরস্বতী বন্দনা, প্রদীপ প্রজ্বলন ও দেবী সরস্বতীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়৷

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, বৈদিক যুগে ভাব প্রকাশ ও যোগাযোগের ভাষা হিসেবে সংস্কৃতের ব্যাপক প্রচলন ছিল৷ সে সময় ঋষি-গুরুরা যা বলতেন শিষ্যরা তা শুনে মনে রাখতে পারতেন৷ তিনি আরও বলেন, এই মনে রাখার ক্ষমতা সম্পর্কে গবেষণা করতে গিয়ে ২০১৮ সালে ‘সংস্কৃত এফেক্ট’ বলে এক তত্ত্বের আবিস্কার হয়৷ এই তত্ত্বানুসারে জানা যায় সংস্কৃত নিয়ে যারা চর্চা করেন তাঁদের স্মৃতিশক্তি প্রখর হয়৷ এই জন্য তিনি ছাত্রীদের সংস্কৃত চর্চা করার পরামর্শ দেন৷ তাছাড়া আধুনিক পদার্থ বিজ্ঞানে যে স্ট্রিং থিওরির কথা বলা হয় তা ঋকবেদের দশম মন্ডলে পুরষ সূক্ত বিস্তারিত আলোচনা করেছেন বলে তিনি জানান৷ পদার্থবিজ্ঞানে যেভাবে বিশ্বসৃষ্টি নিয়ে বিগব্যাং তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে তা ঋকবেদের দশম মন্ডলে নাশদীয় সূক্ত হাজার হাজার বছর পূর্বেই আলোচনা করেছেন বলেও তিনি জানান৷

তিনি আরও বলেন, গণনার কাজেও সংস্কৃত ভাষা ব্যবহৃত হয়৷ পাশাপাশি সংস্কৃত নিয়ে পড়াশোনা করলে কোন কোন বিভাগে চাকরি হয় তাও তিনি উল্লেখ করেন৷ সবশেষে যছ ভাষাকে জার্মান গবেষক ‘Mother of all language’ বলেছেন সেই সংস্কৃত ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি তাঁর বক্তব্য সমাপ্ত করেন৷

সংস্কৃত বিভাগের প্রধান ড. সারদামণি দাস এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ১৯৭৯ সালে ভারত সরকার প্রতি বছর শ্রাবণী পূর্ণিমার দিনটিকে সংস্কৃত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়৷ তিনি বলেন, প্রাচীন কালে এই দিনটিতেই শিষ্যরা গুরুগৃহে বেদ অধ্যয়ন শুরু করতেন৷ আজকের এই বিশেষ দিনে সংস্কৃতকে আবার উজ্জীবিত করার প্রতিজ্ঞা নিয়ে তিনি বলেন, সংস্কৃত হল বিশ্বের প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম৷ সংস্কৃত ভাষাকে যিনি ব্যাকরণে বাধেন সেই পাণিনির প্রতিও শ্রদ্ধা জানান তিনি৷ এছাড়া দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সংস্কৃতে ‘বন্দে মাতরম’ সঙ্গীতটিও পরিবেশন করেন৷

এছাড়া এদিন অন্যদের মধ্য বক্তব্য রাখেন, ড. সুধীর চক্রবর্তী, ড. রাজদীপ চন্দ, ড. তনুশ্রী ঘোষ ও IQAC-র আহ্বায়ক অধ্যাপক এল মার৷ পাশাপাশি এদিন অনুষ্ঠানে সংস্কৃত ভাষায় ভক্তিমূলক সঙ্গীত, গীতাপাঠ ও নৃত্য পরিবেশন করেন কলেজের ছাত্রীরা৷ এদিন অনুষ্ঠান পরিচালনা করেন সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপিকা ড. অপর্ণা ধর৷ সবশেষে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়৷

Show More

Related Articles

Back to top button