Barak Valley

শান্তিপূর্ণভাবে ইদুজ্জোহা উদযাপনে সভা করিমগঞ্জে

কোরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করার আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় আসন্ন ইদুজ্জোহা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার করিমগঞ্জ জেলা কমিশনার আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷

করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে অতিরিক্ত জেলা কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) প্রতাপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অমৃত রাজ চৌধুরী সহ জেলার বিভিন্ন ইদগাহ ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন৷ এতে করিমগঞ্জের সার্কল অফিসার জয় ক্রিস্টিনা এনগামলাই বিগত বছরের ইদুজ্জোহা উৎসব উদযাপনের জন্য গ্রহণ করা বিভিন্ন সিদ্ধান্তের কর্মসূচি পাঠ করেন৷

বৈঠকে জেলা আয়ুক্ত বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ইদুজ্জোহা অনুষ্ঠিত করতে সবাইকে নিয়মনীতি মেনে চলতে হবে৷ এতে তিনি কোরবানি কোনও প্রকাশ্য স্থানে না করার আহ্বান জানান৷ পাশাপাশি কোরবানি যেখানে দেওয়া হবে এর আশেপাশেই অবশিষ্ট বর্জ্য গভীর গর্ত খুঁড়ে ভালোভাবে পুঁতে ফেলতে হবে৷ এতে তিনি কোরবানির মাংস পরিবহণ না করে ওই স্থানেই নিজেদের মধ্যে বিতরণ করতে আহ্বান জানান৷

এতে সভায় বৈধ কাগজ থাকা কোনও পশু পরিবহনের যানকে সাধারণ জনগণকে বাধা না দিতে জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়৷ এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আয়ুক্ত পুলিশ বিভাগকে নির্দেশ দেন৷

এদিনের বৈঠকে জেলা প্রশাসন থেকে এই উৎসব পালনে যাতে কোনও অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য উপস্থিত সবাই সহ জেলাবাসীকে সতর্ক থাকতে আহ্বান জানানো হয়৷ পাশাপাশি, কোনও ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাতে অনুরোধ করা হয়েছে৷ এতে করিমগঞ্জ জেলায় ২৪ ঘন্টা খোলা থাকা একটা কন্ট্রোল রুম রয়েছে, নম্বর হচ্ছে 8099662275৷ এই নম্বরেও আইন-শঙ্খলাজনিত যে কোনও বার্তা প্রেরণ করা যেতে পারে৷

সভায় জেলা কমিশনার আরও বলেন, ইদুজ্জোহা উৎসব পালনের সময় যাতে অন্য ধর্মালম্বী জনগণের ভাবাবেগে কোনও ধরনের আঘাত না আসে তার প্রতিও সবাইকে সতর্ক থাকতে হবে৷ সভায় Facebook, Whatsapp এবং এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন ধরনের কোরবানির দৃশ্য বা উস্কানিমূলক দৃশ্য post না করতে আহ্বান জানানো হয়৷ এ থেকে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে৷ এর পরিপ্রেক্ষিতে জেলাশাসক এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে উপস্থিত সবাই ও জেলাবাসীর প্রতি আহ্বান জানান৷

এদিনের বৈঠকে ইদুজ্জোহা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় তার জন্য ইদগা কমিটিগুলির পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে বলে জানানো হয়৷ পাশাপাশি ইদগা কমিটির কর্মকর্তারা জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করেন৷ জেলা আয়ুক্ত প্রতিটি ইদগা ও মসজিদ কমিটির প্রশাসনিক এই বার্তাগুলি নিজ নিজ এলাকার জনগণকে জানিয়ে দিতে আহ্বান জানান৷

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিলামবাজার ও বদরপুরের চক্র আধিকারিক জনাথন ভাইপেই ও কিমনেইনেম চাংসান, বদরপুর টাইটাল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মৌলানা ইউসুফ আলি, করিমগঞ্জ টাউন ইদগা কমিটির সম্পাদক হবিবুর রহমান চৌধুরী এবং বিভিন্ন ইদগা ও মসজিদ কমিটির কর্মকর্তারা অংশগ্রহণ করেন৷

Show More

Related Articles

Back to top button