Monday, October 3, 2022

শিলচরের জল বের হওয়ার পথ করে দিতে বাংলাঘাটে পাম্প

শিলচর : বরাক নদীতে জল অনেকটাই নেমে এসেছে৷ কমার গতি অব্যাহত থাকলে বৃহস্পতিবারই গভীর রাতে বা শুক্রবার জল বিপদসীমার নিচে নেমে যাওয়ার কথা৷ নদীর জল কমতে থাকায় শিলচর শহরেও ক্রমেই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে৷ সামগ্রিক ভাবে শহরে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটলেও কিছু এলাকা থেকে জর যেন বের হতেই চাইছে না৷ তাই বিভিন্ন স্থানে চলছে পাম্প করে জল বের করার কাজ৷

জানা গেছে, শহরের নিচু এলাকাগুলোর জমা জল যাতে সহজে বের হয়ে যেতে পারে এর পথ করে দিতে বৃহস্পতিবার শ্রীকোণা বাংলাঘাট এলাকায় বসানো হয়েছে একটি পাম্প৷ বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানিয়েছেন, জল নিষ্কাশন আরও দ্রুত করতে শুক্রবার সকালে সেখানে বসানো হবে আরো ২টি পাম্প৷ এছাড়া বিলপারেও চলছে ২টি পাম্প৷ সুভাষনগরেও রেডি করে রাখা হয়েছে একটি, জলস্তর একটু কমলেই চালু করা হবে সেই পাম্প৷ একইভাবে চন্ডীচরণ রোডেও জল বের করার জন্য পাম্প ব্যবহার করা হবে৷

Latest Updates

RELATED UPDATES