Barak Valley

শিলচরে অসমী বৈশাখী মেলা ১০-১১ এপ্রিল

জনসংযোগ, শিলচর : অসম রাজ্য জীবিকা মিশনের শিলচর শাখার উদ্যোগে আগামী ১০, ১১ এবং ১২ এপ্রিল কাছাড় জেলার আত্মসহায়ক গোষ্ঠীগুলি কর্তৃক উত্‍পাদিত সামগ্রীর এক মেলার আয়োজন করা হয়েছে। শহরের তারাপুরে ইন্ডিয়া ক্লাবের কাছে সেলিব্রেশন বেনকুইট হল-এ ওই মেলা অনুষ্ঠিত হবে।

আগামী সোম, মঙ্গল এবং বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮-টা পর্যন্ত মেলা চলবে। রাজ্য সরকারের নির্দেশে এতে জেলার আত্মসহায়ক গোষ্ঠীগুলির উত্‍পাদিত সামগ্রীর বিক্রয়ের ব্যবস্থা থাকবে। এছাড়া ওই তিনদিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।

Show More

Related Articles

Back to top button