Tuesday, September 27, 2022

শিলচরে ৩.৭ মাত্রার মৃদু ভূমিকম্প

শিলচর (সংবাদ সংস্থা) : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ অসমের কাছাড় জেলা ও সংলগ্ন রাজ্য মণিপুরের একাংশ সীমান্তে এলাকা৷ মঙ্গলবার বেলা ১১:০৩:৪৮ সেকেন্ডে অনুভূত ভূকম্পের প্রাবল্য ছিল ৩.৭৷ এ ঘটনার কোন হতাহতের খবর নেই৷

জাতীয় ভূমিকম্প পূর্বাভাস কেন্দ্রের প্রকাশিত তথ্যে জানা গেছে, কাছাড় জেলা সহ মণিপুরের জিরিবাম এলাকায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল অসম-মণিপুর আন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকায় ভূগর্ভের ৩৫ কিমি গভীরে ২৪.৬১ উত্তর অক্ষাংশ এবং ৯৩.০৪ দ্রাঘিমাংশে৷ বন্যায় প্লাবিত কাছাড় সহ সদর শিলচরে বানভাসি মানুষের মধ্যে প্রচন্ড ভীতির সৃষ্টি করেছে৷

Latest Updates

RELATED UPDATES