Barak Valley
শিলচর-রামনগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় আহত চার
শিলচর : শিলচর-রামনগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন৷ জানা গেছে, দ্রুতগামী একটি যাত্রী অটো মোটর বাইককে সজোরে ধাক্কা মারে৷ এতে সঙ্গে সঙ্গে বাইক চালক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন৷ এ ছাড়াও দু’জন অটো যাত্রীও আহত হন৷ ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে পাঠিয়ে দেন৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিলচর ট্রাফিক পুলিশ৷ অটো ও মোটর বাইকটি থানায় নিয়ে যায়৷