Barak Valley

শিলচর রেল স্টেশনে আত্মঘাতী আরপিএসএফ জওয়ান

শিলচর : শিলচর রেল স্টেশনে সার্ভিস রিভলভার দিয়ে আরপিএসএফ জওয়ানের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মৃত জওয়ানের নাম সানুজ চৌহান৷

সূত্র মতে, সোমবার রাতে এন এফ রেলওয়ের শিলচরস্থিত অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় রিভলবার দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হন সানুজ চৌহান নামের জওয়ান৷ হঠাৎ গুলির শব্দ শুনে দৌড়ে যান কার্যালয়ের কর্মীরা৷ রক্তাক্ত অবস্থায় চৌহানকে উদ্ধার করে শিলচর মেডিক্যালে নিয়ে যাওয়া হয়৷ কিন্ত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷

কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনও স্পষ্ট হয়নি৷ তিনদিন আগে লামডিং থেকে বদলি হয়ে শিলচরে কাজে যোগ দিয়েছিলেন তিনি৷ উত্তরপ্রদেশের বাসিন্দা সানুজ চৌহানের আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়৷

Show More

Related Articles

Back to top button