Barak ValleyAssamNorth-East

শিলচর শ্মশানঘাটে পঞ্চভূতে বিলীন প্রয়াত সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য

শিলচর : শিলচরের প্রাক্তন বিধায়ক ও দু’বারের সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের মরদেহ শনিবার নতুন দিল্লির নয়ডা থেকে শিলচরে এসে পৌঁছায়৷ পরে মালুগ্রাম স্থিত তাঁর নিজ বাসভবনে সমস্ত বিধি বিধান শেষে মৃতদেহ নিয়ে এক শোভাযাত্রা বের করা হয়৷

প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় শিলচর ক্রীড়া সংস্থার মাঠে৷ এরপর শিলচর ডেভলপমেন্ট অথিরিটিতে৷ সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ৷ পরে মৃতদেহ নিয়ে আসা হয় শিলচর কংগ্রেস ভবনে৷ সেখানেও তাঁকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়৷ পরে মরদেহ আনা হয় শ্মশান ঘাটে৷ শ্মশানে অগুনিত অনুগামীর অশ্রজলে তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন হয়৷

Show More

Related Articles

Back to top button