Wednesday, September 28, 2022

শিলচর স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স সমর্পণ

জনসংযোগ. শিলচর, ২ জুলাই:— কাছাড়ের অতিরিক্ত জেলা উপায়ুক্ত এক নির্দেশে জানিয়েছেন যে স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স নম্বর ২/৯৯, তারিখ ১০/৩/১৯৯৯ ৭৯০-৯১, গত ১১.৫.৯৪ তারিখে কাটিগড়ার লাঠিমারার বাসিন্দা আব্দুল জলিলএর পুত্র, মো. হিবরুল ইসলাম, S.R-এর মাধ্যমে ইস্যু করা হয়েছিল।

যেহেতু গত ২৯শে জুন তারিখ লাইসেন্সটি সমর্পণ করা হয়েছে,কাজেই এই লাইসেন্স আর বৈধ নয় বলে ওই নির্দেশে জানানো হয়েছে।

Latest Updates

RELATED UPDATES