Updates
শুক্রবার হাইলাকান্দিতে বিধানসভার প্রতিনিধি দল

জনসংযোগ, হাইলাকান্দি, ১৮ জুলাই : রাজ্য বিধানসভার বিভিন্ন বিভাগের ব্যয় সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি শুক্রবার হাইলাকান্দি জেলা সফরে আসছেন। বিধায়ক গোবিন্দ চন্দ্র বসুমাতারির নেতৃত্বাধীন ৯ সদস্যের এই কমিটি জেলার বিভিন্ন স্থানে স্পট ভেরিফিকেশন করবেন। এরপর সন্ধ্যা ৬ টায় জেলা আয়ুক্তের সভাকক্ষে প্রতিনিধি দলটি বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। প্রতিনিধির দলে অন্যান্য বিধায়ক সদস্যরা হলেন খলিল উদ্দিন মজুমদার, জাকির হোসেন লস্কর, মজিবুর রহমান, শিব মনি বরা, কমলাক্ষ দে পুরকায়স্থ, আমিনুল ইসলাম, লরেন্স ইসলারি, এবং বিধায়ক দুর্গাদাস বড়ো