NATIONAL
শোকের ছায়া! প্রয়াত চন্দ্রযান-৩-এর উত্ক্ষেপণের কাউন্টডাউন করা ইসরোর বিজ্ঞানী

নয়াদিল্লি: খুব দুঃখজনক একটি সংবাদ। জয়ের সাক্ষী, কর্মী থেকে চলে গেলেন ইসরোর বিজ্ঞানী এন বলরমাথি। গত ১৪ জুলাই শ্রীহরিকোটার কমান্ড সেন্টার থেকে চন্দ্রযান ৩ অভিযানের উত্ক্ষেপণের কাউন্টডাউন করেছিলেন তিনি। হৃদরোগ তাঁকে পৃথিবী থেকে নিয়ে গেল। শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ১৯৮৪ সালে বলরমাথি যোগ দিয়েছিলেন ইসরোতে। ২০১৫ সালে তামিলনাড়ু সরকার তাঁকে আবদুল কালাম পুরস্কারে সম্মানিত করেছিল। শোকের ছায়া পড়েছে বিজ্ঞানীর মৃত্যুতে ।