শ্যামল প্রসাদ চৌধুরীকে সংবর্ধনা সিনিয়র সিটিজেন করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের
করিমগঞ্জ : আসাম সিনিয়র সিটিজেন করিমগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের মাসিক সভা রবিবার অনুষ্ঠিত হয়৷ কার্যকরী সভাপতি অভিযান কান্তি মজুমদারের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য ক্ষিতীশ চন্দ্র দাসের প্রয়াণে শোক প্রকাশ করে তাঁর আত্মার চিরশান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়৷
সভায় শহরের বিশিষ্ট ব্যক্তি শ্যামল প্রসাদ চৌধুরীকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ উল্লেখনীয় যে, শ্যামলবাবুকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রস্তুত করা গবেষণার জন্য তাঁকে দিল্লির আইকন অ্যাওয়ার্ড পিস কাউন্সিল ডক্টরেট উপাধিতে ভূষিত করে৷ সভায় সতু রায়, মনোতোষ দেব, অসীম দাস, রবীন্দ্র নাথ, সন্তোষ দত্ত প্রমুখ শ্যামল প্রসাদ চৌধুরীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য পেশ করেন৷ প্রয়াত মহীতোষ দাসের পুত্রবধূ চম্পা ঘোষ (দাস) সংস্থার তহবিলে ৫ হাজার টাকা দান করেন৷ সভায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়৷ সংস্থার বিত্ত সম্পাদক বিষ্ণুপদ সাহা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তগুলি সভায় তুলে ধরেন৷