শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয়ের উদ্বোধন কাল

করিমগঞ্জ : শ্রীভূমি সরস্বতী মহাবিদ্যালয় করিমগঞ্জে উচ্চ শিক্ষার একটি প্রতিষ্ঠান৷ আগামী ১১ জুলাই বেলা ১১টায় স্থানীয় কেশব পথ পরিসরে এর উদ্বোধন হবে৷ এ উপলক্ষে এদিন করিমগঞ্জ DSA indoor stadium-এ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মিরাটের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা বিদ্যাভারতী তথা উচ্চ শিক্ষা সংস্থানের সর্বভারতীয় সম্পাদক অধ্যাপক নরেন্দ্র কুমার তানেজা এবং উদ্ঘাটক রূপে উপস্থিত থাকবেন আবি-র উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ৷ এছাড়াও স্থানীয় সাংসদ ও বিধায়ক, জেলা আয়ুক্ত সহ আমন্ত্রিত অনেকেই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যাভারতীর এই প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্যে মহাবিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি ড. কমলেশ দে ও সম্পাদক কানাইলাল দে শিক্ষাপ্রেমী ও সমাজের সকল শ্রেণির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন৷