Assam

সড়ক দুর্ঘটনায় নিহত সাব-ইন্সপেক্টর জুনমনি রাভা

গুয়াহাটি : মঙ্গলবার রাতে নগাঁও জেলায় একটি ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে আসাম পুলিশের এক মহিলা আধিকারিক জুনমনি রাভা নিহত হয়েছেন৷ আসাম পুলিশের সাব-ইন্সপেক্টর জুনমনি নগাঁও জেলার মরিকোলং থানায় নিযুক্ত ছিলেন৷ কলিয়াবোরের সরুভাগিয়া গ্রামের কাছে জাতীয় সড়ক ৩৭-এ ভোর ২টার দিকে এক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি৷ স্থানীয় সূত্রে জানা গেছে, SI রাভা যখন যোরহাটের দিকে যাচ্ছিলেন সেই সময় গাড়িটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে৷ তিনি যে গাড়িতে যাচ্ছিলেন সেটির সামনের এবং বাম অংশ সম্পূর্ণরূপে ছিন্নভিন্ন হয়ে গেছে৷ ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে SI রাভাকে কলিয়াবর মহকুমা সিভিল হাসপাতালে নিয়ে যায়৷ তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে৷

Show More

Related Articles

Back to top button