সমস্যা জর্জরিত শ্রীগৌরী হাসপাতাল পরিদর্শন কমলাক্ষ দে পুরকায়স্থর
বদরপুর : বদরপুর থানাধীন ব্যস্ততম হাসপাতাল শ্রীগৌরী CHC বৃহস্পতিবার পরিদর্শন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ ৩০ শয্যা বিশিষ্ট এই হাসপাতাল দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত৷ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমাজকর্মী নুরুজ্জামান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নজরে আনেন৷ কমলাক্ষ আজ হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে প্রথমে হাসপাতালের depty. suprntdnt. ডাঃ সুপর্ণা পাল উত্তরীয় দিয়ে বরণ করেন৷ তারপর তিনি depty. suprntdnt. ও চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করেন৷
ডাঃ সুপর্ণা পাল হাসপাতালে phrmct. নেই বলে বিধায়ককে জানান৷ বিধায়ক সঙ্গে সঙ্গে করিমগঞ্জের জেলাশাসক সহ উচ্চ পদস্থ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিহীত ব্যবস্থা গ্রহণ করতে বলেন৷ এ দিকে, শ্রীগৌরী হাসপাতালে বিদ্যুতের সমস্যা দীর্ঘদিন ধরে৷ X-ray, AC, Refrigerator এর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় নতুন একটি transformer-র দাবি জানান হাসপাতাল কর্তৃপক্ষ৷ বিধায়ক সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করলে বদরপুর APDCL কার্যালয়ের কর্মকর্তারা হাসপাতালের স্থান পরিদর্শন করেন৷ খুব কম দিনের মধ্যে নতুন transformer বসবে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এরপর তিনি X-ray, Staff Room, Male-Female Word, Labour Room পরিদর্শন করেন৷ রোগীদের রীতিমতো স্বাস্থ্য সেবা হচ্ছে কিনা তা তিনি রোগীদের সঙ্গেও মত বিনিময় করেন৷
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়াদাম BPHC-র SDM&HO ডাঃ মিজানুর রহমান, ডাঃ শেইন আলম খান, ডাঃ মাহমুদুল হাসান, সমাজকর্মী নুরুজ্জামান প্রমুখ৷