Thursday, September 29, 2022

‘সমাজ সূর্য’ পুরষ্কারে ভূষিত কৃষ্ণেন্দু পাল

গুয়াহাটি : পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ‘সমাজ সূর্য’ পুরষ্কারে ভূষিত হলেন৷ গুয়াহাটির চ্যানেল নর্থ-ইস্ট-র নর্থ-ইস্ট আইকন এওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে৷ শঙ্করদেব কলাক্ষেত্রের বাণীকান্ত কাকতি প্রেক্ষাগৃহে রবিবার কৃষ্ণেন্দুর হয়ে এই পুরষ্কার গ্রহণ করেছেন অনুপ সিংহ৷ সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যই ‘সমাজ সূর্য’ পুরষ্কারে ভূষিত হলেন কৃষ্ণেন্দু৷

Latest Updates

RELATED UPDATES