Barak Valley

সরকারি-বেসরকারি নির্মাণ কাজের পাশে সতর্কীকরণ চিহ্ন ব্যবহারের নির্দেশ

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশে জেলার সব কারিগরি বিভাগ- জল সম্পদ, পূর্ত গ্রামীণ সড়ক, জনস্বাস্থ্য কারিগরি, জলসিঞ্চন, পূর্ত (ভবন), পূর্ত (জাতীয় সড়ক) এপিডিসিএল, এনএইচআইডিসিএল, বিএসএনএল, টেলিকম সেবা প্রদানকারী এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার চলতে থাকা নির্মাণ, বৈদ্যুতিক বর্তনী বিছানোর কাজ ইত্যাদির জেলা প্রধানদের সব ধরনের সতর্কীকরণ ও সাবধানতা মূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

এতে বলা হয়েছে যে জেলায় এ ধরনের নির্মাণ কাজের স্থানে কোন ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট বিভাগকে নির্মাণ স্থলে সতর্কীকরণ ও সাবধানতামূলক ব্যবস্থা হিসেবে ওই স্থানকে সঠিকভাবে বেড়া দিয়ে চিহ্নিত করা ও লাল পতাকা ইত্যাদি দাঁড় করিয়ে রাখতে হবে। পাশাপাশি কোন সরকারি ও বেসরকারি সংস্থা, বিভাগ ইত্যাদির নির্মাণ কাজে পাইপলাইন বিছানো, কেবল নেটওয়ার্ক বিছানো ইত্যাদি কাজের জন্য খনন করা পরিত্যক্ত বা খোলা ছিদ্র, গর্ত, নালা ইত্যাদি শীঘ্রই সঠিকভাবে ঢেকে দিতে ও বন্ধ করতে হবে।

জনস্বার্থে জারি করা এই আদেশ যদি কোন সরকারি ও বেসরকারি কর্তৃপক্ষ পালন করতে ব্যর্থ হয়, তবে ২০০৫ সালের দুর্যোগ ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারা অনুসারে ওই বিভাগ বা সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ তাত্‍ক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবত্‍ হয়েছে।

Show More

Related Articles

Back to top button