Barak Valley
সরকারের সিদ্ধান্তে সন্তোষ পরিষদের
শিলচর পিএন সি ২ জুলাই – নির্দ্ধারিত কর্তব্যের সময় সরকারি চিকিৎসক দের বেসরকারী হাসপাতালে যাওয়া নিষিদ্ধ করে মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য সরকার নির্দেশনা জারি করায় সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ গভীর সন্তোষ প্রকাশ করেছে।
পরিষদের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে এই মর্মে এক বিবৃতিতে বলেন যে এধরনের নির্দেশনা অত্যন্ত সময়োপযোগী হয়েছে। তিনি বলেন পরিষদের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে মূখ্য মন্ত্রীর কাছে অভিযোগও দাখিল করা হয়েছিল। হারাণ বাবু বলেন যে সরকারের এই নির্দেশনার দ্বারা সাধারণ মানুষ যথেষ্ট ভাবে উপকৃত হবেন। তবে এই নির্দেশনা কঠোর ভাবে প্রয়োগ করতে হবে।