Barak Valley
সরস্বতী বিদ্যানিকতনে টাইকুন্ড নিয়ে কর্মশালা
করিমগঞ্জ : আত্মরক্ষার সঙ্গে সঙ্গে সেল্ফ ডিফেন্স টাইকোয়ান্ডুর সাহায্যে বিপদে পড়লে কীভাবে ভয় না পেয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তথা আত্মরক্ষার কৌশল দ্বারা নিজেদের রক্ষা করা যায় তারজন্য এক শিবিরের আয়োজন করা হয়৷ আয়োজক কমিটির পক্ষ থেকে সেল্ফ ডিফেন্স টাইকোয়ান্ডু একাডমি, সরস্বতী বিদ্যানিকতন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শতাব্দী দাস দত্ত৷