সাইনবোর্ডে বাংলা সংযোজন, পাওয়ার গ্রিডের ভূমিকায় সন্তোষ পরিষদের
শিলচর পিএনসি ১ সেপ্টেম্বর – সামাজিক সংগঠন ড শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের আহ্বানে সাড়া দিয়ে আসাম বিদ্যুৎ সংবহন (পাওয়ার গ্রিড) নিগমের শিলচরের স্থানীয় কার্যালয় সাইনবোর্ডে ইংরেজির সঙ্গে বাংলা সংযোজন করায় পরিষদ তাঁদের ধন্যবাদ জানিয়েছে।
পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এক বিবৃতিতে আসাম বিদ্যুৎ পাওয়ার গ্রিড নিগমের এই কাজের জন্য সন্তোষ প্রকাশ করে বলেন যে আসাম সরকারি ভাষা আইন ১৯৬০ ( সংশোধন ১৯৬১) অনুযায়ী বরাক উপত্যকায় এখনও বহু সরকারী ও বেসরকারী কার্যালয় এবং ইংরেজি মাধ্যমের বিদ্যালয় গুলো এই ভাষা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলা ব্যবহার করছে না। তাই তিনি অবিলম্বে এই কার্যালয় গুলো এবং ইংরেজি মাধ্যমের স্কুল গুলোর সাইনবোর্ডে ইংরেজি সঙ্গে বাংলা ব্যবহার করার আহ্বান জানান।
প্রসঙ্গ ক্রমে হারাণ বাবু উল্লেখ করে বলেন যে মূখ্য মন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি গুয়াহাটিতে বলেছেন যে বরাক উপত্যকায় সরকারি চাকরিতে নিয়োগের জন্য প্রার্থীকে বাংলা ও ব্ৰহ্মপুত্ৰ উপত্যকায় অসমীয়া ও বড়ো জানতে হবে ।
সাইন বোর্ড
সাইন বোর্ড