Barak Valley

সাদারাশিতে বন্যার জলে ডুবে মৃত্যু শিশুর

সাদারাশি : বন্যার জলে পড়ে এক শিশুর মৃত্যু ঘটল৷ ঘটনার বিবরণে জানা গেছে, উত্তর করিমগঞ্জের সাদারাশির ধীত এলাকার কে এল পূর্ত সড়কের লাগোয়া বসতগৃহের পাশেই লঙ্গাই নদীর জল ভরে গেছে৷ ঘরের পাশেই খেতের জমিতে প্রচুর বন্যার জল৷ পরিবারের লোকদের চোখের আড়ালে মক্তার হুসেন নামের এক ব্যক্তির ছয় বছরের এক শিশুপুত্র বাড়ির সীমানা পেরিয়ে বন্যার জলে পড়ে যায়৷ জানা গেছে, শিশুটির নাম ইমতাজ হুসেন৷ কিছুক্ষণ পর শিশুটির মৃতদেহ দেখতে পান অন্যান্যরা৷ খবর পেয়ে ছুটে যান DSP নারায়ণ বড়ো সহ গিরীশগঞ্জ পুলিশ watch post-র incharge সহ অন্যান্য পুলিশকর্মীরা৷ বন্যার সময়ে সংশ্লিষ্ট সবাইকে সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ দেন গিরীশগঞ্জ পুলিশ watch post-র incharge নিশিকান্ত দাস৷ এদিকে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

Show More

Related Articles

Back to top button