Tuesday, December 6, 2022

সারা রাজ্যের সাথে বৃহস্পতিবার করিমগঞ্জেও পালিত হল দেশভক্তি দিবস

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও তথ্য ও জনসংযোগ বিভাগ,করিমগঞ্জের ব্যবস্থাপনায় উপায়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যু দিবস “দেশভক্তি” দিবস হিসেবে পালন করা হয়।

সভার শুরুতে জেলা উন্নয়ন আধিকারিক বিক্রমদেব শর্মার পৌরহিত্যে দেশভক্ত তরুণরাম ফুকনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় ও তার স্মৃতিতে এক মিনিট মৌনতা পালন করা হয় । সভায় স্বাগত ভাষণ দেন ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক বন্নীখা চেতিয়া। সভায় দেশভক্ত তরুণরাম ফুকনের কর্ম জীবন, ও স্বাধীনতা আন্দোলনে তার বিশিষ্ট অবদান সম্পর্কে বক্তব্য রাখেন মিহির দেবনাথ, অভিজিৎ রায়,হবিবুর রহমান চৌধুরী, নিত্য দাস ও সভার সভাপতি বিক্রম দেব শর্মা।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা উপায়ুক্ত বিপুল দাস,পুলিশ বিভাগের আধিকারিক, জেলা উপায়ুক্ত কার্যালয়ের কর্মচারীরা, ছাপা ও বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিকগণ । জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Latest Updates

RELATED UPDATES