সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনায় সাহাবাদে গুরুতর জখম ১
হাইলাকান্দি : শিলচর থেকে আইজল অভিমুখে যাওয়ার পথে সাহাবাদ বাজারে সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনা ঘটে৷ রবিবার রাত ১:৩০টা নাগাদ ৬ নং জাতীয় সড়কের উপর এ দুর্ঘটনা হয়৷ চালক গুরুতর জখম হন দুর্ঘটনায়৷
জানা গেছে, সাহাবাদ বাজারে পৌঁছার পর চালকের ঘুম এসে যায়৷ এর কারণেই হয় দুর্ঘটনা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকট আওয়াজ পেয়ে সাহাবাদ বাজারের আশপাশের লোকজন দৌড়ে এসে চালককে উদ্ধার করে কাটলিছড়া থানায় খবর দেন৷
কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স গভীর রাতে পাওয়া যায়নি৷ পরে পুলিশের গাড়িতে করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় চালক আবজল হোসেনকে৷ লরিটির মালিক শিলচরের বাসিন্দা৷ পুলিশ দিনভর গাড়িটি প্রহরা দেয়৷ লরিটির সিমেন্ট আনলোড করে অন্য গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় আইজল৷ সন্ধ্যায় জেসিবি এনে দুর্ঘটনাগ্রস্ত লরি তোলা হয়৷