Barak Valley
সুপ্রাকান্দি ট্রেনে কাটা পড়ে মৃত্যু প্রদীপ রায় নামের সুপ্রাকান্দির বাসিন্দা
সুপ্রাকান্দি : বাজার করে আর বাড়ি ফেরা হল না৷ রেলের নিচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির৷ শোকাবহ দুর্ঘটনাটি ঘটেছে সুপ্রাকান্দিতে৷ জানা গেছে, রবিবার রাত ১০টা নাগাদ বাজার করে বাড়ি ফিরছিলেন প্রদীপ রায় নামের এক ব্যক্তি৷ কিন্তু সুপ্রাকান্দি এলাকায় রেল লাইন পার হতে গিয়েই ঘটে বিপত্তি৷ আগরতলা-বদরপুরগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাঁর৷ পরবর্তীতে স্থানীয় জনগণ নিলামবাজার পুলিশকে খবর দিতে গিয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেল পুলিশকে খবর দেয়৷ রেল পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে করিমগঞ্জ নিয়ে যায়৷