Barak Valley
সুপ্রাকান্দি থেকে পোয়ামারা পর্যন্ত জাতীয় সড়কে যানবাহন নিয়ন্ত্রিত গতিতে চালাতে আহ্বান ।
জনসংযোগ, করিমগঞ্জ, ১৯ জুন : বিগত কিছুদিনের অবিরাম বৃষ্টিপাতের ফলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কিছু সংখ্যক জনগণ সুপ্রাকান্দি থেকে পোয়ামারা পর্যন্ত জাতীয় সড়কের পাশে আশ্রয় নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ পুলিশ বিভাগ থেকে সুপ্রাকান্দি থেকে পোয়ামারা পর্যন্ত জাতীয় সড়কে সব ধরনের যানবাহনের চালককে গতি নিয়ন্ত্রণ করে যানবাহন চালাতে আহ্বান জানানো হয়েছে।