সুব্রতকে নিয়ে বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন সাংসদ কৃপানাথ
করিমগঞ্জ : বন্যাবিধ্বস্ত করিমগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে মানুষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন সাংসদ কৃপানাথ মালা৷ বৃহস্পতিবার তিনি জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মণ্ডল সভাপতি পাপলু দেব, শান্তা চৌধুরী সহ অন্যান্যদের নিয়ে বন্যা কবলিত এলাকায় গিয়ে ভুক্তভোগীদের খোঁজ নেন৷ ছিলেন পৌরপতি রবীন্দ্র দেব, নির্মল বণিক, যীশুকৃষ্ণ রায়, দীপজয় দাস, অমিত পাল, শুভ্রপ্রকাশ দেব প্রমুখ এদিন সাংসদের সঙ্গে ছিলেন৷ সাংসদ এদিন দক্ষিণ ও উত্তর করিমগঞ্জের বন্যা কবলিত বহু এলাকা পরিদর্শনে যান SDRF boat নিয়ে৷ উত্তর করিমগঞ্জের লঙ্গাইঘাট, ইনাথপুর, উমাপতি, বাঘন সহ আরও এলাকায় যান৷ এদিন সুপ্রাকান্দিতে উপস্থিত হয়ে জাতীয় সড়কে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে ত্রিপল বিতরণ করেন৷ এদিন সাংসদ কৃপানাথ মালা এবং জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য, জেলা কমিশনার মৃদুল যাদব ও সার্কল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে যথারীতি ত্রাণ সামগ্রী বন্টনের অনুরোধ করেন৷