Tuesday, December 6, 2022

সুহিতানন্দজি মহারাজ বরাক সফরে

শিলচর : রামকৃষ্ণ মিশন সেবাশ্রম, বেলুড় মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী শ্রীমৎ সুহিতানন্দজি বরাক সফরে এসেছেন৷ তিনি আগামী ১ আগস্ট পর্যন্ত করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে দীক্ষাদান করবেন৷ আগামী ২ আগস্ট তিনি শিলচর আসবেন৷ ৩-১৩ আগস্ট পর্যন্ত তিনি শিলচর রামকৃষ্ণ মিশনে দীক্ষা দেবেন৷ ১৪ আগস্ট তিনি বেলুড় মঠে ফিরে যাবেন৷ তার আগমনে ভক্তরা উৎসাহিত হয়ে পড়েছেন৷

Latest Updates

RELATED UPDATES