সোনাখিরায় বাইক-লরির সংঘর্ষে আহত ৩

সোনাখিরা : রবিবার সকালে পাথারকান্দি থানার সোনাখিরা পুলিশ ওয়াচ পোস্টের পাশে বাইক-লরির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইক চালক সহ আরও ২ ছাত্রী৷ এদিন পুতনি চা বাগানের বিবেক বাল্মীক দাস নামের এক যুবক তার সম্পর্কিত কলেজ পড়ুয়া দু’বোনকে সোনাখিরার এক প্রাইভেট টিউটারের বাড়িতে পৌঁছে দিতে গেলে ঘটে বিপত্তি৷ তাদের বাইকটি ২০৮ নং বিকল্প জাতীয় সড়ক ধরে সোনাখিরা পুলিশ ওয়াচপোস্ট লাগোয়া বাইকে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শ্রমিক বোঝাই মিনি লরি অতর্কিতে বাইকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷
এতে মিনি লরি সহ শ্রমিকদের কোনও ক্ষতি না হলেও বাইকের চালক সহ দুই পড়ুয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়৷ পরে স্থানীয় পুলিশ ও জনগণ এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠান৷ এতে বিবেকের অবস্থা গুরুতর থাকায় তাকে পরবর্তীতে শিলচর মেডিক্যালে পাঠানো হয়৷ দুর্ঘটনার পর পুলিশ বাইক ও লরি থানায় নিয়ে যায়৷