BARAK VALLEY

সোমবার কংগ্রেসের ধর্ণা করিমগঞ্জে

করিমগঞ্জ : ডিলিমিটেশন নিয়ে উত্তপ্ত হচ্ছে করিমগঞ্জ৷ জেলার সর্বত্র এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার সাধারণ জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংস্থা-সংগঠন৷ কংগ্রেস ইতিমধ্যে আন্দোলনের রূপরেখা তৈরি করে ফেলেছে৷

আগামী ২৬ জুন সোমবার জেলা কংগ্রেসের তরফে জেলাশাসক কার্যালয়ের সামনে ধর্না শেডে ৩ ঘন্টার অবস্থান ধর্মঘট পালন করবে৷ ওই কর্মসূচিতে যোগ দেবেন জেলা কংগ্রেসের নেতৃত্ব সহ করিমগঞ্জ-কাটিগড়া-বড়খলার বিধায়ক৷

এ খবর জানিয়ে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূব্রত দেব বলেন, ডিলিমিটেশনের মাধ্যমে বরাকের প্রতি যে বঞ্চনা হয়েছে, এর বিরুদ্ধে কংগ্রেসের আন্দোলন আরও তীব্র হবে৷

Show More

Related Articles

Back to top button