সোমবার করিমগঞ্জে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

জনসংযোগ, করিমগঞ্জ : সোমবার করিমগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২৪ জুলাই সোমবার সকাল ১১ টায় জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে স্বাধীনতা দিবস উদযাপনের কার্যসূচী স্থির করতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে করিমগঞ্জের সাংসদ, এএসটিসির চেয়ারম্যান, সব বিধায়ক, প্রাক্তন মন্ত্রী সাংসদ ও বিধায়ক, জেলা পরিষদের সভাপতি, করিমগঞ্জ, বদরপুর ও রামকৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, ডেভেলাপমেন্ট অথরিটির চেয়ারম্যান, পুলিশ সুপার, করিমগঞ্জ হোলসেল কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান, ১৬ তম বিএসএফের কমান্ড্যান্ট, ১৫ তম আই আর এপি বিএন কমান্ড্যান্ট, সব সার্কেল অফিসার, এনসিসির অফিসার ইনচার্জ, স্বাধীনতা সংগ্রামী সংস্থার সভাপতি ও সচিব, সব কার্যালয়ে প্রধান, সব খন্ড উন্নয়ন আধিকারিক, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, ডিএসএ-র সভাপতি ও সচিব, সব রাজনৈতিক দলের সভাপতি, রোটারী ও লায়ন ক্লাব, ভারত বিকাশ পরিষদের সভাপতি ও সচিব, করিমগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিব, আমদানি ও রপ্তানি সংস্থার সভাপতি ও সচিব, ট্রেডার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সচিব, মুদ্রণ ও বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিনিধি এবং জেলার বিশিষ্ট নাগরিকদের এই প্রস্তুতি সভায় উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে।