Tuesday, December 6, 2022

সোমবার করিমগঞ্জে ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপনের প্রস্তুতি সভা

করিমগঞ্জ : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’র অঙ্গ হিসেবে ১৩-১৫ আগস্ট পর্যন্ত দেশের অন্য অংশে সঙ্গে করিমগঞ্জ জেলায়ও ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির অধীনে প্রতিটি গৃহ ও প্রতিষ্ঠানে ৩ দিন ব্যাপী জাতীয় পতাকা উত্তোলন করা হবে৷

এই কর্মসূচির কর্মপন্থা স্থির করতে আগামী ২৫ জূলাই, সোমবার সকাল ১১:৩০ করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে৷ এই সভায় জেলার সব বিভাগীয় প্রধান, চক্র আধিকারিক, খন্ড উন্নয়ন আধিকারিক, করিমগঞ্জের বাণিজ্যিক সংস্থা, আমদানি-রফতানি সংস্থা, ডিলার সংস্থার সভাপতি ও সম্পাদকদের উপস্থিত থাকতে করিমগঞ্জের জেলাশাসক অনুরোধ জানিয়েছেন৷

Latest Updates

RELATED UPDATES