Wednesday, September 28, 2022

স্টিমারঘাট রোডে ভ্যাকসিন শিবির

করিমগঞ্জ : পৌরসভার সহ-সভাপতি সুখেন্দু দাসের উদ্যোগে করোনা মহামারির সময়ে যেভাবে ভ্যাকসিন শিবির করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন৷ ঠিক সেভাবে এবারও করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আবারও শিবির আয়োজন করেছেন সমাজকর্মী সুখেন্দু৷ এক অনুষ্ঠানের মাধ্যমে সুরেশ দেব হাইস্কুলে এই শিবিরের সূচনা হয়৷ এলাকার প্রবীণ নাগরিক ড. শর্মিষ্ঠা খাজাঞ্চিকে ভ্যাকসিন দিয়ে শিবিরের সূচনা করেন উপ-পৌরপতি সুখেন্দু দাস৷

বলেন, বেসরকারি সংগঠন ও সমাজের বিশিষ্ট নাগরিকরা যত বেশি এগিয়ে আসবে সরকারের ভ্যাকসিনেশন ততই সফল হবে৷ তিনি জেলার বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান তারা যেন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্মিলিতভাবে মানুষের সেবায় এগিয়ে আসেন৷ উপস্থিত ছিলেন শিবা ছেত্রী, ANM রাখি দাস ও বিউটি দাস প্রমুখ৷

Latest Updates

RELATED UPDATES