Barak Valley
স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলির পোর্টাল রেজিস্ট্রেশনের নির্দেশ হাইলাকান্দিতে
জনসংযোগ, হাইলাকান্দি, ২৩ জুন : হাইলাকান্দির স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক জেলার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলিকে ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট পোর্টালে রেজিস্ট্রেশন করতে নির্দেশ জারি করেছেন। এতে বলা হয়েছে জেলার যেসব ব্যক্তি মালিকাধীন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যেমন ডায়গনস্টিকস সেন্টার, প্যাথলজিক্যাল ল্যাবরেটরি, এক্সরে ক্লিনিক আলট্রাসনোগ্রাফি সেন্টার,নার্সিংহোম, পলি ক্লিনিক, সিঙ্গুল ডাক্তার চেম্বার সহ ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি ইত্যাদি যাবতীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট পোর্টালে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে। এই আদেশে পোর্টালে রেজিস্ট্রেশন করে অরিজিনাল ডিডি কপি সহ রেকর্ড পত্র হাইলাকান্দির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয় অবিলম্বে জমা দিতে বলা হয়েছে।।