Barak Valley
স্মার্ট মিটারের সমস্যায় নাজোহাল জনগণ, স্মারকপত্র এজিএমকে
শিলচর : স্মার্ট মিটারের সমস্যায় নাজোহাল জনগণ৷ এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শিলচর পানপট্টিস্থিত বিদ্যুৎ বিভাগের ধরনা চালাল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কর্ডিনেশন কমিটি৷ তবে পুলিশ এই ধরনা কর্মসূচিকে ভেস্তে দেয়৷ পরবর্তীতে স্মারকপত্র নিয়ে এজিএম-র সঙ্গে সাক্ষাৎ করেন কমিটির সদস্যরা৷ স্মারকপত্রে তারা স্মার্ট মিটারের সমস্যার সত্ত্বর সমাধানের দাবি জানিয়েছেন৷