Barak Valley

হর ঘর তিরঙ্গ কার্যসূচি সফল করতে ৮ লক্ষ জাতীয় পতাকা বিক্রির ব্যাবস্থা

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে আজাদীকা অমৃত মহোত্‍সবের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে হর ঘর তিরঙ্গা কার্যসূচী সফল করতে ৮০ হাজার জাতীয় পতাকা বিক্রির ব্যবস্থা করা হয়েছে। করিমগঞ্জের জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ২০ বাই ৩০ ইঞ্চ আকারের ৮০ হাজার জাতীয় পতাকা জেলার ন্যায্য মূল্যের দোকানগুলিতে জনগণের উত্তোলনের জন্য বিক্রির ব্যাবস্থ করা হয়েছে।

এই জাতীয় পতাকাগুলি ন্যায্য মূল্যের দোকানগুলিতে গণবণ্টন ব্যবস্থার সুবিধা প্রাপক এবং অন্যান্য সব জনগণকে তাদের বাসস্থানে উত্তোলনের জন্য ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিক্রয় করা হবে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত পর্যায়ের সমবায় সমিতি, হোলসেল কো-অপারেটিভ সোসাইটি এবং ন্যায্য মূল্যের দোকানিদের তাদের বাসস্থানে জাতীয় পতাকা উত্তোলন করে এই কার্যসূচী উদযাপন করতে বলা হয়েছে। এছাড়া জেলার পেট্রোল পাম্প ও দোকানিদের হর ঘর তিরঙ্গা ব্যানার লাগাতে এবং দেওয়াল পেইন্টিং করতে এতে নির্দেশ দেওয়া হয়েছে।

Show More

Related Articles

Back to top button