হাইলাকন্দিতে যোগ দিবস ২১ জুন

জনসংযোগ, হাইলাকান্দি, ১১ জুন : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। এই উপলক্ষে হাইলাকান্দি টাউন হলে ২১ জুন সকাল সাড়ে ছয়টায় যোগ ব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছে। এত জেলার বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মচারীরা যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেবেন। মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক সরকারি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ২১ জুন কাটলিছড়ায়ও অনুরূপ যোগব্যায়াম শিবির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুসারে দিবসটি পালন উপলক্ষে হাইলাকান্দিতে যোগ ব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন সকাল ৯ টায় হাইলাকান্দির টাউন হলে। সভায় বিভিন্ন সরকার বিভাগের আধিকারিক সহ অগ্রণী স্বেচ্ছাসেবী সংস্থা আর্ট অফ লিভিং, পতঞ্জলি, নেহেরু যুব কেন্দ্র সংগঠন ইত্যাদি র কর্মকর্তারা অংশ নেন। উল্লেখ্য যোগ-ব্যয়াম এর ফলে মানব জীবনের শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতার ফলাফল সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে প্রতিবছর ২১ জুন কে আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে পালন করা হয়।