হাইলাকান্দিতেও রাষ্ট্রীয় পোষণ মাস শুরু
জনসংযোগ, হাইলাকান্দি, ৩ সেপ্টেম্বর : হাইলাকান্দিতেও রাষ্ট্রীয় পোষণ মাস শুরু হয়েছে। সমগ্র দেশ ও রাজ্যের সঙ্গে মঙ্গলবার থেকে জেলায় এই অভিযান শুরু হয়। এই উপলক্ষে মঙ্গলবার হাইলাকান্দি জেলা আয়ুক্তের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা আয়ুক্ত লাইরহলু খেনতে এই মাস পালনের উদ্বোধন করেন।
সভায় জানানো হয় যে, অ্যানিমিয়া, গ্রোথ মনিটরিং , কমপ্লিমেন্টারি ফিডিং, পোষন ভি পড়াই ভি, টেকনোলজি ফর ভেটার গভর্নেন্স ট্রান্সপারেন্সি অ্যান্ড বেটার সার্ভিস ডেলিভার ইত্যাদি থিম গুলি নিয়ে সেপ্টেম্বর মাস ব্যাপী জেলায় রাষ্ট্রীয় পোষণ মাস পালন করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত স্বাস্থ্য কৃষি শিক্ষা জনস্বাস্থ্য কারিগর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ইত্যাদি সহযোগী বিভাগ গুলোর সঙ্গে সমন্বয় রক্ষা করে রাষ্ট্রীয় পোষণ মাস সফল করার আহ্বান জানান। তিনি মাসব্যাপী এই কর্মসূচির বিভিন্ন অনুষ্ঠানকে উৎসবের মতো উদযাপন করতে এবং জনগণকে এই অভিযানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে আবেদন জানান।
জেলা সমাজকল্যাণ আধিকারিক কবীন্দ্র ওয়ারিসা সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এতে জানানো হয় যে, জেলার ৭৬ হাজার ১৫৮ টি শিশুর ওজন উচ্চতা ইত্যাদি ম্যাপে জেলায় ১০৫টি শিশুকে ও পুষ্টির শিকার অর্থাৎ সেম চিলড্রেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি জেলার সমীক্ষা চালিয়ে ৪২ হাজার ৫৪১ টি শিশু শিক্ষার্থীর নাম শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত আছে কিন্তু উপস্থিতি নেই। পোষণ অভিযানে এইসব শিক্ষার্থীকে স্কুলে উপস্থিতি সুনিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অংশ নিয়ে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা:অলকানন্দা নাথ ও পুষ্টির শিকার শিশুদেরকে পুষ্টিকর হিসেবে গড়ে তুলতে সরকারি গাইডলাইন তুলে ধরেন। সভায় পাওয়ার পয়েন্ট প্রদর্শনী করে দেখান সমাজ কল্যাণ বিভাগের ডিপিএম রজত চক্রবর্তী। এই উপলক্ষে হাইলাকান্দি শহরে মঙ্গলবার একটি শোভাযাত্রা বের করা হয়।