হাইলাকান্দিতে অরুণোদয় ২.০এর এফিডেভিড সংক্রান্ত ট্রেনিং
জনসংযোগ, হাইলাকান্দি, ৭ মে: হাইলাকান্দি জেলায় অরুণোদয়
২.০ প্রকল্পের এফিডেভিড সংক্রান্ত তিনটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় লালার গান্ধী ভবনে ৮ মে, হাইলাকান্দি ওমেন কলেজের ৯ মে এবং কাটলিছড়ার এস কে রায় কলেজে ১০ মে অনুষ্ঠিত হবে।
এতে জেলার আশা কর্মী, অঙ্গনাদি কর্মী , জীবিকা সখি ব্যাংক সখি এবং কৃষি সখী দেরকে তাদের নিকটবর্তী শিবিরে অংশ নিতে বলা হয়েছে।জেলা উন্নয়ন কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে লালা ব্লক এবং লালা পুরসভার শিবিরটি লালার গান্ধিভবনে ৮ মে দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি ব্লক, আলগাপুর ব্লক এবং কাছাড় জেলার তাপাঙ ব্লক সহ হাইলাকান্দি পুরসভার জন্য শিবিরটি ৯ই মে হাইলাকান্দি ওমেন কলেজে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
এছাড়া কাটলিছড়া ব্লক ,দক্ষিণ হাইলাকান্দি ব্লকের শিবিরটি ১০ মে সকাল ১১ টায় কাটলিছড়ার এস কে রায় কলেজে অনুষ্ঠিত হবে