BARAK VALLEY

হাইলাকান্দিতে অর্গানিক চাষকে জনপ্রিয় করে তুলতে প্রশাসন থেকে বিশেষ ব্যবস্থা

জনসংযোগ, হাইলাকান্দি, ৫ জুলাই : হাইলাকান্দি জেলায় অর্গানিক চাষকে জনপ্রিয় করে তুলতে আসাম রাজ্য জীবিকা মিশনের হাইলাকান্দি শাখা থেকে ৪০৫০ জন এস এইজ জি মেম্বারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলায় এপর্যন্ত বারোটি অর্গানিক সারের দোকান খোলা সম্ভব হয়েছে। বুধবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত জুলাই মাসের জেলা উন্নয়ন কমিটির সভায় এই তথ্য জানানো হয়। ডিডিসি অ্যালডার্ড ফারহীন এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় জানানো হয়, জীবিকা মিশনের পাঁচটি উৎপাদিত শিল্প সামগ্রী অনলাইনে গুগলের মারফত বিক্রি হচ্ছে।

কৃষি বিভাগ থেকে জানানো হয় চলতি শাইল ধানের ফসল বীমার রেজিস্ট্রেশনের জন্য জেলায় এ পর্যন্ত পাঁচটি শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এতে ১৯৫০ জন কৃষক বীমার জন্য রেজিস্ট্রেশন করেছেন। আগামী ৭ জুলাই পর্যন্ত জেলায় এই রেজিস্ট্রেশনের অঙ্গ হিসেবে ৬ জুলাই হরিশনগর জিপি কার্যালয়ে এবং ৭ জুলাই বলদাবলদি নগদিগ্রাম সুদর্শনপুর কারিছড়া জিপি কার্যালয়ে বীমা শিবির চলবে। জেলায় রাসায়নিক সারের মজুত ভান্ডারও পর্যাপ্ত রয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়।

এপিডিসিএল থেকে সভায় জানানো হয় স্মার্ট মিটার বসানোর কাজ হাইলাকান্দি সাবডিভিশনে ৬৬৮৭ টি এবং লালা সাব ডিভিশনে ২৮৬২টি এ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সমাজ কল্যাণ বিভাগ থেকে জানানো হয় যে জেলার অঙ্গনাদি কর্মীদের ট্রেনিং পর্যায়ক্রমে চলছে এবং জেলার ১৩৭৪ টি অঙ্গনাদি কেন্দ্রে ৪২ হাজার ৬৮৬ জন শিশু নিয়মিত পুষ্টিকর আহার পাচ্ছেন। আবগারি বিভাগ থেকে জানানো হয় যে জুন মাসে জেলায় ৩২ টি আবগারি হানায় ১১৫৩ লিটার বেআইনি মদ ও ৩৬ টি আই এম এফ এল বোতল বাজেয়াপ্ত করা হয়েছে এবং ৪টি মদ তৈরীর সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয়েছে। এতে পাঁচজনকে গ্রেপ্তার করে মামলা রুজু করা হয়েছে। ভেটেরিনারি বিভাগ থেকে জানানো হয় যে জেলায় এ পর্যন্ত ছয়টি পশুধন চিকিৎসা শিবির আয়োজন করা সম্ভব হয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয় যে জেলায় এ পর্যন্ত ১২৫ জন যজ্ঞারোগীকে দত্তক নেওয়া নাগরিক স্বেচ্ছায় এগিয়ে এসেছেন।

পি এইচ ই বিভাগ থেকে জানানো হয় যে জেলার ২১৩ টি পানীয় জল প্রকল্পের কাজ শেষ হয়েছে এবং এর মধ্যে ১৬৬টি পঞ্চায়েতের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সভাপতির ভাষণে ফারহীন চা বাগান অঞ্চলে বেআইনি মদ উদ্ধার অভিযান জোরদার এবং মিজোরাম সীমান্ত বরাবর অঞ্চলে আরও এসএইচজি গঠন করে স্বনিযুক্তিমূলক কর্মসংস্থানের সুযোগ করে দিতে তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।

Show More

Related Articles

Back to top button