হাইলাকান্দিতে গবাদি পশুর বাত রোগের টিকা শুরু
জনসংযোগ, হাইলাকান্দি, ১ সেপ্টেম্বর: হাইলাকান্দিতে গবাদি পশুর বাত রোগের চতুর্থ পর্যায়ের টিকাকরন শুরু হয়েছে। রবিবার হাইলাকান্দি জেলার সোনাছড়া চা বাগানে আয়োজিত এক টিকাকরণ শিবিরে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ ডিজিজ(বাত রোগ) নামক রোগের ভেক্সিনেশনের জেলা জুড়ে অভিযান শুরু হয়।
এই উপলক্ষে আয়োজিত শিবিরের বক্তব্য প্রদান কালে জেলা ভেটেনারি অফিসার ডিভি তালুকদার জানান যে আগামী তিন মাস জেলা জুড়ে ক্যাম্প করে গবাদি পশুর এই টীকা করন চলবে। চলতি পর্যায়ে জেলায় এক লক্ষ ২০ হাজার গবাদি পশুর টিকাকরন করা হবে বলে জানানো হয়।
রবিবার প্রথম দিনের শিবিরে সোনাছড়ায় প্রায় তিনশ গবাদি পশুকে টিকাকরণ করা হয়।
উল্লেখ্য, গরুর পা এবং মুখে বাত নামক ব্যাধি আক্রান্ত না হতে এই টিকাকরণ করা হয়ে থাকে। ২০১৯ সাল থেকে জেলায় এখন পর্যন্ত তিনটি পর্যায়ের টিকাকরন শেষ হয়েছে। আগামী তিন মাস জেলা জুড়ে শিবির স্থাপন করে চতুর্থ পর্যায়ের টিকাকরণ চলবে।