Updates

হাইলাকান্দিতে চালানি মাছে ফরমালিন নেই

জনসংযোগ, হাইলাকান্দি, ১ জুন : হাইলাকান্দির মাছ বাজার থেকে গত ৯ মে যে তিনটি আমদানিকৃত চালানি মাছের নমুনা সংগ্রহ করা হয়েছিল তাতে ফরমালিনের অস্তিত্ব ধরা পড়েনি। জানানো হয়েছে সরকারি সূত্ৰে।

গুয়াহাটির বামুনিমৈদামে অবস্থিত স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য চালানি মাছের নমুনা পাঠানো হয়েছিল। পরীক্ষা করে ওই ল্যাবরেটরির পক্ষ থেকে হাইলাকান্দিতে আমদানিকৃত চালানি মাছে কোনও ফরমালিন নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা মত্‍স্য উন্নয়ন আধিকারিক হারুন রশিদ গত ৯ মে হাইলাকান্দির ফুড সেফটি অফিসারকে সঙ্গে নিয়ে হাইলাকান্দির খোলা মাছ বাজার থেকে চালানি মাছের তিনটি নমুনা সংগ্রহ করে গুয়াহাটির স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠিয়েছিলেন। এর পর গুয়াহাটির ল্যাবরেটরি থেকে এই পরীক্ষার রিপোর্ট হাইলাকান্দির মত্‍স্য উন্নয়ন আধিকারিকের কাছে আসে। যে তিনটি চালানি মাছের নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে রয়েছে চালানি রুই মাছ, চালানি পাবদা এবং চালানি রূপচাঁদা।

এদিকে জেলা মত্‍স্য উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, এ ধরনের নমুনা পাঠিয়ে পরীক্ষা করানোর কাজ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Back to top button