Barak Valley
হাইলাকান্দিতে জলাতঙ্কের ভ্যাকসিন
জনসংযোগ, হাইলাকান্দি, ২ জুলাই : হাইলাকান্দি জেলার কাটলীছড়া ব্লকের হরিশনগর জিপির কালিদাসপুঞ্জি এবং গারদপুঞ্জি এলাকায় গৃহপালিত সারমেয়দের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহপালিত শুকরের ও রোগ প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পশু পালন বিভাগের ব্যবস্থাপনায় শনিবার ওই এলাকায় শিবির স্থাপন করে ৯৮টি শুকর এবং ৪৩ টি গৃহপালিত কুকুরকে এই ভ্যাকসিন দেওয়া হয়।