Barak Valley
হাইলাকান্দিতে জেলা পর্যায়ের যোগ প্রতিযোগিতা সম্পন্ন

জনসংযোগ হাইলাকান্দি : হাইলাকান্দিতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির উদ্যোগে রবিবার যোগ-ব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দি শহরের টাউনহলে মোট ৪৮ জন বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগি এতে অংশ নেন। এতে ১০ বছর থেকে ১৮ বছর, ১৮ থেকে ২৬ বছর, এবং ১৮ থেকে ৩৫ বছরের তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নেন। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যোগ ইন্সট্রাক্টর স্নিগ্ধা দাস, হাইলাকান্দি উন্নয়ন খন্ডের যোগ ইন্সট্রাক্টর শৈবাল দেব এবং আর্ট অফ লিভিং এর কর্মকর্তা সোমনাথ চৌধুরী। প্রতিযোগিতাটি আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়ুস মিশনের জেলা নুডল অফিসার ডা: জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া আধিকারিক প্রবীণ চন্দ্র রাভা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিডিয়া এক্সপার্ট মনিকা দাস এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সৌগত নাথ।