হাইলাকান্দিতে নীতি আয়োগের সম্পূর্ণতা অভিযান শুরু

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ জুলাই : হাইলাকান্দি জেলায় নীতি আয়োগের কাঙ্ক্ষিত জেলা প্রকল্প সম্পূর্ণতা অভিযান সোমবার থেকে শুরু হয়েছে। জেলা সদরের রবীন্দ্রভবনে এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযান শুরু করা হয়। এতে বিভিন্ন বিভাগের উদ্যোগে আয়োজিত কয়েকটি প্রদর্শনী স্টলেরও আয়োজন করা হয়। এর আগে জেলার কাঙ্ক্ষিত উন্নয়ন খন্ড দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের হেডকোয়ার্টারেও অনুরূপ আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অভিযান শুরুর জেলা পর্যায়ের রবীন্দ্র ভবনের অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্জলন করে উদ্বোধন করেন জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে। পাশাপাশি তিনি নজরুল সদনে প্রদর্শনী স্টল গুলির উদ্বোধন করেন ফিতা কেটে।
রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে বলেন, স্বাস্থ্য শিক্ষা, কৃষি,সমাজ কল্যাণ ইত্যাদি বিভাগের বেসিক কার্যসূচী গুলি আগামী তিন মাসে জেলায় রূপায়ণের জন্য এই অভিযান শুরু করা হচ্ছে। এই বিভাগগুলির সমস্যা নিরসন করে সুবিধা প্রাপকরা যাতে নিয়মিত সিস্টেমেটিক্যালি সুবিধা পেতে পারেন তা ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য বিভাগের আশা কর্মীদের মাধ্যমে গর্ভবতী মায়েদের সন্তান প্রসব এবং পরবর্তীতে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা গুলি কিভাবে পাওয়া যায় তা তুলে ধরা হবে।
পাশাপাশি সমাজ কল্যাণ বিভাগের মাধ্যমে গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিন,ব্লাড প্রেসার চেকিং এবং আয়রন ও ফলিক এসিড খাওয়ানোর ব্যবস্থাপনাগুলিও তুলে ধরা হবে। আয়ুক্ত হিভারে জানান, কৃষি বিভাগ থেকে মাটির গুনাগুন পরীক্ষার জন্য সোয়েল হেলথ কার্ড দেওয়া হবে। কৃষকরাজন্য কৃষি বিভাগীয় অফিসগুলিতে দরখাস্ত করতে হবে বলে তিনি জানান। এই অভিযানে ১১বছরের কম যেসব বাচ্চা নিয়মিত টিকাকরণ করেননি তাদেরকেও বিশেষ টিকাকরণের আওতায় আনা হবে। বিভিন্ন মারাত্মক রোগের প্রকোপ থেকে রক্ষার জন্য জেলায় এসব বাচ্চাদের অভিভাবকদেরকে এই বিশেষ টিকাকরনের আবেদন জানান। প্রসঙ্গত তিনি জানান এই বিশেষ টিকাকরণের কোন সাইডএফেক্ট নেই। শিক্ষাবিভাগে জেলার যেসব মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই সেগুলিতে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হবে। এছাড়া বিদ্যালয় গুলির একাডেমিক শিক্ষাবর্ষ শুরু হওয়ার এক মাসের মধ্যে বিনামূল্যে টেক্সটবুক দেওয়ার ব্যবস্থা করা হবে। উচ্চাকাঙ্ক্ষী জেলার মোট ছয়টি উন্নয়নের সূচক একসঙ্গে জেলায় বাস্তবায়ন করতে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং এসএইচজি কর্মীদের একসঙ্গে কাজ করার আবেদন জানান জেলা আয়ুক্ত হিভারে৷
ডিডিসি এল্ডাড ফাইরিমের উপস্থিতিতে নীতি আয়োগের রিসার্চ অফিসার অনুরাধা বাতানা নীতি আয়োগের সঙ্গে জেলা প্রশাসন ও লাইন ডিপার্টমেন্টগুলোকে এই অভিযানে একসঙ্গে কাজ করে যাবার আবেদন জানান৷ নজরুল সদনের পরিদর্শনী স্টলগুলিতে অসম রাজ্যিক নগর জীবিকা অভিযানের হাইলাকান্দি শাখা থেকে আত্মসহায়ক গ্রুপের সদস্যরা বিভিন্ন ধরনের হাতেবোনা সামগ্রীর প্রদর্শনী তুলে ধরেন৷ জেলা আয়ুক্ত নিসর্গ হিভারে এই প্রদর্শনী পরিদর্শন করে সন্তোষ ব্যক্ত করেন৷ এতে জীবিকা মিশনের প্রকল্প প্রাবন্ধিক সাইদুর রহমান চৌধুরী সহ বেশ কয়েকটি আত্মসহায়ক গ্রুপ অংশ নেয়৷
পাশাপাশি, জেলা স্বাস্থ্য বিভাগ সমগ্র শিক্ষা, কৃষি ইত্যাদি বিভাগও অংশ নেয়৷ উচ্চাকাঙ্ক্ষী মূলক ব্লক দক্ষিণ হাইলাকান্দি ব্লকের অনুষ্ঠানে এডিসি অমিত পারবোসা এবং জেলা পরিষদের চিফ একাউন্টস অফিসার তথা ভারপ্রাপ্ত সিইও বিশ্বজিৎ পাল ওই ব্লকে উচ্চাকাঙ্ক্ষী জেলার প্রকল্পগুলি বাস্তবায়নে জনসাধারণের সহায়তা কামনা করে বক্তব্য পেশ করেন৷ এই উপলক্ষে উভয় অনুষ্ঠানে সম্পূর্ণতা অভিযানের অঙ্গীকারের শপথবাক্য পাঠ করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়৷ এছাড়া এই উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যক্রম উভয়স্থানে অনুষ্ঠিত হয়৷