Uncategorized

হাইলাকান্দিতে পাঠদান সকাল ৯ টা থেকে

জনসংযোগ, হাইলাকান্দি, ২০ জুন : হাইলাকান্দি জেলার স্কুল গুলোর পাঠদান পুনরায় পরিবর্তন করে সকাল ৯ টা থেকে করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট মঙ্গলবার এক আদেশ জারি করে বিদ্যালয় গুলোর ক্লাস সকাল ৯ টা থেকে শুরু হবে বলে জানিয়েছেন। এতে বলা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরিপ্রেক্ষিতে এবং ছাত্র-ছাত্রীদের স্বার্থে বিদ্যালয়ের পাঠদান আগের সময়সূচী অনুসারে সকাল ৯ টা থেকে চলার আদেশ জারি করা হয়েছে। সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ক্ষেত্রে সকাল ৯ টায় পাঠ দান শুরুর এই আদেশ বহাল থাকবে। উল্লেখ্য এর আগে প্রচন্ড দাবদাহের জন্য গত ৪ জুন হাইলাকান্দি জেলার বিদ্যালয়গুলির পাঠদান এগিয়ে এনে সকাল সাড়ে ৭ টা থেকে শুরু করার আদেশ জারি করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট।

Show More

Related Articles

Back to top button