Barak Valley
হাইলাকান্দিতে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান ADC-র
জনসংযোগ, ৫ জুন, হাইলাকান্দি : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
এই উপলক্ষে জেলার সব সরকারি কার্যালয়ে সোমবার সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে চারাগাছ লাগানো হয়। জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে, অঙ্গনাদি কেন্দ্রে এবং স্বাস্থ্য বিভাগের সব কয়টি চিকিত্সা পরিষেবা কেন্দ্রে গাছের চারা রোপন করার অভিযান চলে। পাশাপাশি জেলার সব সরকারি কার্যালয়ে চলে বৃক্ষরোপণ সোমবার দিন। এতে স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা হাত লাগান।
উল্লেখ্য জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসারের কার্যালয়ে থেকে বৃক্ষরোপনের জন্য চারা গাছের যোগান দেওয়া হয় ব্যাপকভাবে। জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে এই উপলক্ষে আনুষ্ঠানিকভাবে চারা গাছটি লাগান অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারি।